আজ ৮ চৈত্র ১৪২৯, বুধবার

ইহাদেরই কানে
- জীবনানন্দ দাশ---মহাপৃথিবী

আমাদের নক্ষত্রের পানে চেয়ে -- একবার বেদনার পানে অনেক কবিতা লিখে চলে গেল যুবকের দল; পৃথিবীর পথে পথে সুন্দরীরা মুর্খ সসম্মানে শুনিল আধেক কথা -- এই সব বধির নিশ্চল সোনার পিত্তল মূর্তি: তবু, আহা, ইহাদেরই কানে অনেক ঐশ্বর্য ঢেলে চলে গেল যুবকের দল: একবার নক্ষত্রের পানে চেয়ে -- একবার বেদনার পানে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ