স্বপ্ন
- জীবনানন্দ দাশ---মহাপৃথিবী
০৬-০৬-২০২৩

পান্ডুলিপি কাছে রেখে ধূসর দীপের কাছে আমি
              নিস্তব্ধ ছিলাম বসে;
         শিশির পড়িতেছিল ধীরে ধীরে খসে;
নিমের শাখার থেকে একাকীতম কে পাখি নামি

উড়ে গেল কুয়াশায়-কুয়াশায় থেকে দূর কুয়াশায় আরো।
         তাহারই পাখার হাওয়া প্রদীপ নিভায়ে গেল বুঝি?
            অন্ধকার হাতড়ায়ে ধীরে ধীরে দেশলাই খুঁজি;
যখন জ্বালিব আলো কার মুখ দেখা যাবে বলিতে কি পারো?

কার মুখ?-আমলকী শাখার পিছনে
শিঙের মতন বাঁকা নীল চাঁদ একদিন দেখেছিল তাহা;
এ ধূসর পান্ডুলিপি একদিন দেখেছিল, আহা,
সে মুখ ধূসরতম আজ এই পৃথিবীর মনে।

তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে,
পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন,
মানুষ রবে না আর, রবে শুধু মানুষের স্বপণ তখন:
সেই মুখ আর আমি র'ব সেই স্বপেণর ভিতরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।