অশ্রু
- হুমায়ূন আহমেদ---সংকলিত (হুমায়ুন আহমেদ)
০৬-০৬-২০২৩

আমার বন্ধুর বিয়ে
উপহার বগলে নিয়ে
আমি আর আতাহার,
মৌচাক মোড়ে এসে বাস থেকে নামলাম
দু’সেকেন্ড থামলাম।।
টিপটিপ ঝিপঝিপ
বৃষ্টি কি পড়ছে?
আকাশের অশ্রু ফোঁটা ফোঁটা ঝরছে?

আমি আর আতাহার
বলুন কি করি আর?
উপহার বগলে নিয়ে আকাশের অশ্রু
সারা গায়ে মাখলাম।।
হি হি করে হাসলাম।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

২০-০৫-২০২০ ২১:৩৭ মিঃ

কবিতার প্রতিটি লাইন ও ছন্দ অসাধারণ

বিদায় বেলা
০৬-১২-২০১৮ ২১:৩৩ মিঃ

অসাধারন

মুহা. মোতালেব হোসেন
৩০-০৩-২০১৭ ০১:০২ মিঃ

কেন যে আজগুবি কিছু লিখে । তবে ভাল লাগলো । এমন বৃষ্টির কথা সময় কার না ভাল লাগে । তোমার উপহার ভিজিয়ে দেয় নি । হা হা হা ।

ওমায়ের আহমেদ শাওন
২২-০৯-২০১৬ ১৫:৪২ মিঃ

এই ছড়াটা অনেক ভালো লাগলো..........................!!!!!!!!!!!!!