তখন সত্যি মানুষ ছিলাম
- আসাদ চৌধুরী---সংকলিত (আসাদ চৌধুরী)
০৬-০৬-২০২৩

নদীর জলে আগুন ছিলো
আগুন ছিলো বৃষ্টিতে
আগুন ছিলো বীরাঙ্গনার
উদাস-করা দৃষ্টিতে।

আগুন ছিলো গানের সুরে
আগুন ছিলো কাব্যে,
মরার চোখে আগুন ছিলো
এ-কথা কে ভাববে?

কুকুর-বেড়াল থাবা হাঁকায়
ফোসে সাপের ফণা
শিং কৈ মাছ রুখে দাঁড়ায়
জ্বলে বালির কণা।

আগুন ছিলো মুক্তি সেনার
স্বপ্ন-ঢলের বন্যায়-
প্রতিবাদের প্রবল ঝড়ে
কাঁপছিলো সব-অন্যায়।

এখন এ-সব স্বপ্নকথা
দূরের শোনা গল্প,
তখন সত্যি মানুষ ছিলাম
এখন আছি অল্প।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭-০৬-২০২৩ ১২:৪৬ মিঃ

অপূর্ব কবিতা

মোঃআব্দুল্লাহ্ আল মামুন
৩০-০৩-২০১৭ ১১:০৬ মিঃ

সুন্দর কিছু শিখালেন কবি।।
ভালবেসে পাঠকদের

মুহা. মোতালেব হোসেন
৩০-০৩-২০১৭ ০১:১৪ মিঃ

তখন মানুষ ছিলাম যখন প্রিয় মুখটি চোখের সামনেই থাকতো । তখন ভাল ছিলাম সেই মানুষটি যখন আমার ছিলো ।

ওমায়ের আহমেদ শাওন
২৮-০২-২০১৭ ২০:৩৮ মিঃ

কবিতা-ছড়াটা পড়ে ভালো লাগলো...