অভিমান
- তসলিমা নাসরিন---সংকলিত (তসলিমা নাসরিন)
কাছে যতটুকু পেরেছি আসতে, জেনো
দূরে যেতে আমি তারো চেয়ে বেশী পারি।
ভালোবাসা আমি যতটা নিয়েছি লুফে
তারো চেয়ে পারি গোগ্রাসে নিতে ভালোবাসা হীনতাও।
জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে
নিত্য নিয়ত পাথর সরিয়ে হাঁটি।
অতল নিষেধে ডুবতে ডুবতে ভাসি,
আমার কে আছে একা আমি ছাড়া আর ?
মন্তব্যসমূহ
মুক্ত মন
০৭-০৩-২০১৪ ১০:১৩''আমার কে আছে একা আমি ছাড়া আর ?''--- শেষ লাইনটাই কবিতার সব লাইম-লাইট টেনে নিয়ে যায় । সবার মনের একমাত্র মৌলিক কথা । অসাধারণ ,এই কবিতা টি আমার সবসময়ের ফেবারিট ।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।