চলে যাওয়া মানে প্রস্থান নয়
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ---সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ)
মন্তব্যসমূহ
শাবলু শাহাবউদ্দিন
০৩-১০-২০১৯ ১২:৪৪https://banglasahittos.blogspot.com/2019/09/blog-post_44.html?m=1
লেখালেখি করে আয় করতে এখানে ক্লিক করুন
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
২৬-০২-২০১৯ ১৩:০৭ছায়া মানবী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
ছায়া মানবী তুমি।
কেন ভাবনাতে এসেছিলে?
কেন মায়া বাড়িয়ে দিলে?
মায়া বাড়িয়ে লাভ কি বল?
লাভ আছে কি তোমার?
দুংখ দিয়ে মনে।
স্বপ্ন দেখিয়ে কি সুখ নাও তুমি
কি সুখ খোঁজ স্বপ্নে এসে?
ছায়া মানবী
তোমাকে দেখার স্বাদ ছিল কি?
কল্পনাতে তবে কেন ?
বাস্তবতাতে তুমি কোথায়?
তুমি কি শুধুই স্বপ্ন?
নাকি ইথারের মত ছোয়া যায় না।
দৃষ্টির অগোচরে থাকো কি তুমি?
অনুভবে কল্পনাতে মিশে থাকো শুধু
কেন এই মিথ্যা খেলা ।
অবহেলার ছায়ামানবী ।
অনিমেষ বিশ্বাস
২৮-০৩-২০১৮ ০৮:০৩রুদ্র দা স্বাধীনতা উত্তর বাংলাদেশের সেরা কবি।আমি গর্বিত আমি উনার পাশের গাঁয়ে জন্মেছি।প্রতি বছর রুদ্র মেলাতে যেতে পারি না তবে চেষ্টা থাকে সবসময় ।
মোঃআব্দুল্লাহ্ আল মামুন
০৮-০৩-২০১৭ ০৯:৩৬Dilip Chaudhuri Dipi
দুঃখজনক হলেও সত্য,
কবিরাই এখন কবিতা পড়ে না
, শুধু পড়াতে চায় তাদের কবিতা।
বাঙালির মতো এতো বেশী কবি আর কোথাও আছে কিনা জানি না?
এটা একজন উপন্যাসিকের বিখ্যাত উক্তি ।।।
তবে আমরা যে কৃপন ,,,গ্রহন করতে চাই না।
সেটাই এ কথার প্রমান।।এ দেশের মানুষ গুলো
কি এমন ই।।।
আমাদের গ্রহন করা উচিত,,,
এমন মহান কবিদের কবিতা থেকে।।
যা পাই তা ই ।।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।