ছাত্রদলের গান
- কাজী নজরুল ইসলাম---সর্বহারা
০৬-০৬-২০২৩

আমরা শক্তি আমরা বল
     আমরা ছাত্রদল।
  মোদের পায়ের তলায় মুর্সে তুফান
    উর্ধ্বে বিমান ঝড়-বাদল।
     আমরা ছাত্রদল।।

  মোদের আঁধার রাতে বাধার পথে
     যাত্রা নাঙ্গা পায়,
  আমরা শক্ত মাটি রক্তে রাঙাই
     বিষম চলার ঘায়!
    যুগে-যুগে রক্তে মোদের
     সিক্ত হ’ল পৃথ্বীতল!  
     আমরা ছাত্রদল।।
  মোদরে কক্ষচ্যুত ধুমকেতু-প্রায়
     লক্ষহারা প্রাণ,
  আমরা ভাগ্যদেবীর যজ্ঞবেদীর
     নিত্য বলিদান।
  যখন লক্ষ্মীদেবী স্বর্গে ওঠেন,
    আমরা পশি নীল অতল,
     আমরা ছাত্রদল।।

  আমরা ধরি মৃত্যু-রাজার
     যজ্ঞ-ঘোড়ার রাশ,
    মোদের মৃত্যু লেখে মোদের
জীবন-ইতিহাস!
    হাসির দেশে আমরা আনি
     সর্বনাশী চোখের জল।
     আমরা ছাত্রদল।।

    সবাই যখন বুদ্ধি যোগায়,
     আমরা করি ভুল।
    সাবধানীরা বাঁধ বাঁধে সব,
     আমরা ভাঙি কূল।
    দার”ণ-রাতে আমরা তর”ণ
     রক্তে করি পথ পিছল!
     আমরা ছাত্রদল।।

  মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল
     বক্ষে ভরা বাক্‌,
    কন্ঠে মোদের কুন্ঠ বিহীন
     নিত্য কালের ডাক।
  আমরা তাজা খুনে লাল ক’রেছি
     সরস্বতীর শ্বেত কমল।
     আমরা ছাত্রদল।।

       ঐ দারুণ উপপ্লাবের দিনে
     আমরা দানি শির,
    মোদের মাঝে মুক্তি কাঁদে
     বিংশ শতাব্দীর!   
  মোরা গৌরবেরি কান্না দিয়ে
     ভ’রেছি মা’র শ্যাম আঁচল।
     আমরা ছাত্রদল।।

  আমরা রচি ভালোবাসার
   আশার ভবিষ্যৎ
মোদের স্বর্গ-পথের আভাস দেখায়
   আকাশ-ছায়াপথ!
  মোদের চোখে বিশ্ববাসীর
   স্বপ্ন দেখা হোক সফল।
   আমরা ছাত্রদল।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

শাকিল আহমেদ জয়
২৪-০৬-২০১৯ ১২:১৩ মিঃ

fantastic...!