হিন্দু-মুসলিম সম্পর্ক
- কাজী নজরুল ইসলাম---সংকলিত (কাজী নজরুল ইসলাম)
০৬-০৬-২০২৩

হিন্দু-মুসলিম দুটি ভাই 
ভারতের দুই আঁখি তারা 
এক বাগানে দুটি তরু দেবদারু আর কদম চারা।। 

যেন গঙ্গা সিন্ধু নদী 
যায় গো বয়ে নিরবধি 
এক হিমালয় হতে আসে, এক সাগরে হয় গো হারা।। 

বুলবুল আর কোকিল পাখী 
এক কাননে যায় গো ডাকি, 
ভাগীরথী যমুনা বয় মায়ের চোখের যুগল ধারা।। 

ঝগড়া করে ভায়ে ভায়ে 
এক জননীর কোল লয়ে 
মধুর যে এ কলহ ভাই পিঠোপিঠী ভায়ের পারা।। 

পেটে ধরা ছেলের চেয়ে চোখে ধরারা মায়া বেশী, 
অতিথী ছিল অতীতে, আজ সে সখা প্রতিবেশী। 
ফুল পাতিয়ে গোলাপ বেলী 
একই মায়ের বুকে খেলি, 
পাগলা তা'রা আল্লা ভগবানে ভাবে ভিন্ন যারা।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 7টি মন্তব্য এসেছে।

https://banglarkobita.com/user/pro/3821
২২-০৬-২০১৯ ০৬:৪৮ মিঃ

https://dokkheenbangla.blogspot.com/?m=1

https://banglarkobita.com/user/pro/3821
২২-০৬-২০১৯ ০৬:৪৭ মিঃ

https://dokkheenbangla.blogspot.com/?m=1

Aisha Siddika
১৭-১২-২০১৮ ০৯:৪১ মিঃ

সত্য বাণী

বিদায় বেলা
০৬-১২-২০১৮ ০৪:৫২ মিঃ

পাগলা তারা

আবদুল্লা আল ফয়সাল
২৬-১০-২০১৬ ০৭:৩২ মিঃ

পাগলা তা'রা আল্লা ভগবানে ভাবে ভিন্ন যারা।।

moshi96
১৩-০৩-২০১৬ ১৪:১২ মিঃ

খুব ভালো লেগেছে

মুহাম্মদ হেলাল উদ্দিন
২৫-০২-২০১৬ ০৬:০২ মিঃ

বাংলাদেশে আমরা

সকল হিন্দু - মুসলিম

ভাই - ভাই হয়ে থাকতে চাই ।