আত্মত্যাগী
- এস এম খায়রুল বাসার ২০-০৪-২০২৪

বৈশাখের প্রচন্ড দাবদাহে ওষ্ঠাগত প্রাণ; ছায়া খোঁজে প্রাণিকুল। মানুষের তরে জীবন মোর- ছুরি চলে তাই গলেতে, নিথর ফেলে রেখে থরে থরে মাঠের পর মাঠ; মানুষ ঘুমায়েছে ঘরেতে। পুড়ে রোদে, বৃষ্টিতে ভিজে, ঝড়ে তছনছ ঘরে উঠিতে তবে পরীক্ষা দিতে হবে আরো। শরিরের রক্ত শুকিয়েছে রোদে তবুও চোখে রহিয়াছে দীপ্ত হাসি; অপরের তরে নিজেরে বিলানোর আনন্দ। পাশে থেকে সর্বদা সমীরণ- মৃদ-মন্দ বুলায়ে শীতল, দিয়েছে সান্তনা। বলিয়াছে, যাহারাই করিয়াছে উপকার অন্যের- বিলাতে হয়েছে জীবন পরের তরে। মোমবাতি যেমন নিজেকে জ্বেলে - অপরকে করেছে আলোকিত।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।