শবে বরাত
- অধ্যাপক আব্দুস সালাম ২০-০৪-২০২৪

বরকতময় সওগাত নিয়ে দুনিয়ায় এলো শবেবরাত,
কুলমাখলুকে এলো দিকেদিকে ভাগ্যরজনী পুণ্য রাত।
আজিকার রাতে এই পৃথিবীতে যার যাহা খুশি চাহিয়া লও,
হে সুমহান রহিম রহমান তামাম দরজা খুলিয়া দাও।

আজিকার রাতে তব জান্নাতে খোশবু খুশির বহে জোয়ার,
তোমারি শানের তোমারি দানের পারলোকিক খোল দোয়ার।
তব মহিমায় হে করুণাময় ভরপুর করো দুনিয়াময়,
পাহাড়ের মতো পাপরাশি যতো ক্ষমা করে দাও, করুণাময়।

আমরা হলাম তোমার গোলাম, ষড়-রীপুময় কাণ্ডারী,
পাপের রাজ্য করেছো ধার্য, তুমি তাহারই ভাণ্ডারী।
ফেরেস্তাকুল করিবে না ভুল পৌঁছে দিবেই এ খয়রাত,
আমরা তোমারি গুণগান করি, তুষিতে তোমারি দিবসরাত।

মোরা মহা পাপি তাই চাহি মাপি, কসুর মোদের করিও মাপ,
এই ধরণীতে আর আখেরাতে দিয়োনাগো প্রভু মনস্তাপ।
নেইকো সাহস খোদার আরশ চুমিয়া করিবো পুণ্য পণ,
জীবনের শেষে ভক্তের বেশে পারি যেন করিতে মনোরঞ্জন।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।