সাদা কালো জীবন
- সালাম আলী আহসান - আমি আমিত্ব ২৪-০৪-২০২৪

রঙ্গিন ছিল সব কিছু
অনেক কথা ছিল
অনেক যন্ত্রণা ছিল
অনেক কষ্ট ছিল
তবু রঙ্গিন ছিল জীবন

এপার ছিল আবার ওপার ছিল
মিথ্যা ছিল আবার সত্য ছিল
ঘৃণা ছিল আবার প্রেম ছিল
তারপরেও সব রঙ্গিন ছিল

এখন সব সাদা কালো হয়ে গেছে
বেঁচে আছি সাদা কালোর মাঝে
জীবনটা কেমন হয়ে গেল
সাদা কালো
সাদা কালো ।
৩-১০-১৫

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।