একরাতের প্রেমিক
- হাসান ইমতি ২৫-০৪-২০২৪

কার এতো জৌলুস ...
প্রসারিত হাতের জমিনে আগলে রাখে
সৌরতারা খচিত আলোকবর্ষের রাত ?

কার এতো ঔদ্ধত্য ...
প্রগলভ নিক্বণে প্ররোচিত করে
দূরাগত মৃত্যু নাকাড়ার হিম অঙ্গীকার ?

কার এতো ঐশ্বর্য ...
প্রলম্বিত ছায়ার অবগুণ্ঠনে ঢেকে রাখে
লোভী সাম্রাজ্যবাদীর কোহিনুর তাজ ?

সূর্যের দুঃসাহস নিভে যাওয়া
আলোর সতীত্ব হরণের সন্ধিক্ষণে
বংশগতির জৈবিক প্রয়োজনে
ঐ আরাধ্য ঊরুসন্ধির আঁধার উন্মোচিত হলে
আমি তার একরাতের প্রেমিক হব,
আমার সত্ত্বা পাবে অমরত্বের বোধ,
আমি আরেকটি অবৈধ জন্ম নেব ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।