খোকন সোনা(ছড়া)
- আলী আহম্মেদ ১৯-০৪-২০২৪

খোকন সোনা(ছড়া)
আলী আহম্মেদ
খো
খোকন সোনা খোকন সোনা
কেনো বাবু ডাক শোননা
যেয়ো নাকো পুকুর পারে
ঐখানে ভুত খেলা করে।

খোকন সোনা খোকন সোনা
বইটা তুমি কেন খুলনা
দেখ বাবু বইয়ের ভিতরে
সাপ-ব্যাঙ খেলা করে।
খোকন সোনা খোকন সোনা
কেন তুমি খেতে বসনা
দুধ মাংস খেলে পরে
বলে দিবে লাথি জোরে।
খোকন সোনা খোকন সোনা
কেন তুমি ঘুমিয়ে পড়না
একবার দেখ ঘুমের তরে
রাজ পরী আসবে ঘরে।
খোকন সোনা খোকন সোনা
আর তুমি মান করো না
যাও বাবু স্কুলে যাও
পড়া লেখা করে তুমি
সাহেব বাবু বনে যাও।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।