শরতের কবিতা-5
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ১৬-০৪-২০২৪

আজি শারদ প্রাতে,
পদ্ম দিঘির ঘাটে,
ফুটেছে কত নীল কমল।

মধুকর আসে ধেয়ে,
গুন গুন গান গেয়ে,
গুঞ্জরিয়া আসে অলির দল।

ফুটেছে টগর মেলা,
সোনা রোদ করে খেলা,
রাশি রাশি ফুটেছে শিউলি ফুল।

মাধবী আর মালতী,
কদম্ব, কেতকী যুঁথী,
শরতের প্রাতে কত ফুটেছে বকুল।

সাদা সাদা কাশ ফুলে,
ভরে আছে দুই কূলে,
শালিক পাখি নাচে ঝাঁকে ঝাঁকে।

কাঁসর ও ঘণ্টা বাজে,
মন্দিরে সকাল সাঁঝে,
ঢাকীরা নৃত্য করে, কাঠি দেয় ঢাকে।

সাদা বলাকার সারি,
দূরদেশে দেয় পাড়ি,
নদীর ঘাটে নৌকা বাঁধা আছে।

শরতের নীল আকাশে,
সাদা সাদা মেঘ ভাসে,
পূজোর সময় এসে গেল কাছে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।