দেবী বন্দনা
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার লেখা কবিতা ২০-০৪-২০২৪

মাঘ মাসে শুক্ল পক্ষ, শ্রীপঞ্চমী তিথি,
সরস্বতী পূজা হয় ধূমধাম অতি।
ধান্যদূর্বা, আম্রশাখা, সুগন্ধি চন্দন,
ঘৃত, মধু, গঙ্গাজলে দেবী আবাহন।

দেবীর গলায় শোভে, শ্বেত ফুল মালা,
ফল ফুল, বড় কুল, প্রসাদের থালা।
গুড় দুধ চিঁড়া দই, নারকেল কলা,
শাঁকালু বাতাবি লেবু, আপেল কমলা,

পূজারি ব্রাহ্মণ এক বসিয়া আসনে,
করিছেন মন্ত্রপাঠ, শুদ্ধ ভক্তি মনে।
চারিপাশে আছে বসে, যত শিশুগণ,
পুষ্পাঞ্জলি দেয় সবে, হয়ে শুদ্ধ মন।

বাক্ দেবী বীণাপানি, প্রণমি তোমায়,
বিদ্যাদায়িনী দেবী, বিদ্যা দাও আমায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।