সুখপাখিটি অসুস্থ আজ
- সাদমান সাকিল ২৪-০৪-২০২৪

জন্ম থেকে জ্বলছি আমি
জন্ম থেকে পুড়ছি,
হাজারো বার মরার পরও
আবার আমি মরছি।
একটা ফোঁটা সুখের আশায়
ঘুরছি নানা প্রান্তরে,
সুখের দেখা পাওয়া কঠিন
দুঃখ আমার অন্তরে।
বেদনা-শুকুন কাঁমড় মারে
আমার কোমল মনখানায়,
সুখ কোথা পাই! সুখ কোথা পাই!
অগ্নিস্রোতে করছি নায়!
সুখ খুঁজেছি প্রিয়ার চোখে
সুখ খুঁজেছি দিন-গুনায়,
সুখপাখিটি বেজায় পাজি
শুধুই কল্প-জাল বোনায়।
মনমাঝি মোর তরী বাহে
সুখসাগরের মাঝখানে,
চারদিকে জল! চারদিকে জল!
তীর খুঁজে পাই কোনখানে?
------------------------
সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা।
সাহিত্য সম্পাদক, গ্লোবালপোস্ট২৪ডটকম।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।