একটু হেসো
- সাদমান সাকিল ১৯-০৪-২০২৪

‘চলছে গাড়ি
দিচ্ছি আড়ি,
যাব না আর
তোমার বাড়ি।
দিচ্ছ কত
আঘাত শত,
চলছ তুমি
তোমার মত।
তোমার জ্বালায়
এই অবেলায়,
ভাসছি আমি
প্রেমের ভেলায়।
থামাও গাড়ি
যাব বাড়ি।
কালও আবার
দেব পাড়ি।
কালও এসো
ভালবেসো,
রাগ দেখে মোর
একটু হেসো।’
-----------------------
সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা।
সাহিত্য সম্পাদক, গ্লোবালপোস্ট২৪ডটকম।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।