অনুধাবন
- সাদমান সাকিল ২০-০৪-২০২৪

ক্ষমার্হ দৃষ্টিতে চেয়ে দেখ মোর পানে
আমি কি ফুলের চেয়ে নিষ্পাপ নই?
আমি ভালবাসতে জানতাম না হয়ত
তা বলে আমি তোমাকে ঘৃণা করতাম তা নয়।
আমার মননিকেতনে অতি যতনে
তোমার নন্দিত চেহারার কুপি জ্বালি।
সকালের চোখে চোখ রেখে বলি
আমার প্রিয়তমা কি এখনো ঘুমের সাগরে?
ও কি উঠবে না এবেলা?
আমার ডাকে ভাঙবে না কি তার নিদ্রা?
সফেদ বিহঙ্গের উড়াউড়ি দেখে মুগ্ধ হই না তেমন
যতটা হই মুগ্ধ তোমার কুন্তলের উড়াউড়ি দেখে
পাখির নীড়ের ডিম্বগুলো অর্থহীন
তোমার চোখগুলো হল ঐতিহাসিক নীড়।
জলভরা তোমার নীড়খানায় আমি
মুগ্ধ দৃষ্টি ছুঁড়ে দিই প্রতিক্ষণে
সত্যি কি তুমি বুঝতে পার না?
আমার ঘর তো সেই জলজ আঁখি
যেখানে আমার মনপাখি করে ডাকাডাকি।
রোদেলা বিকেলে তরুলতায় মিশে যেতে মনচায়
নিস্তব্ধ সাঁজে মনে হয় যেন মরে যায়
রাত্রির আনন্দে মনে হয় হো হো করে হাসি
সকালের আলোকসভায় মন চায় বক্তিতা দিই,
‘হে ফুল-পাখি-নদী-প্রেমিকা, কত নিষ্পাপ হলে
তোমরা বুঝবে আমি তোমাদের কত ভালবাসি!’
-----------------------
সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা।
সাহিত্য সম্পাদক, গ্লোবালপোস্ট২৪ডটকম।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।