নারী ও মানুষ
- মোদাচ্ছের হোসেন ২৯-০৩-২০২৪

গোলাপের লোভে তুমি মগ্ন থাকো প্রসাধনী মেখে নিজেকে পন্য সাঁজাও বিশ্বসুন্দরী হবে বলে কতো কী করো আদর্শ পত্নী হতে নিজেকে ভুলো মা ডাকের মাঝে নারীজন্মের স্বার্থকতা পাও আরো কতো কী- তুমি আদর্শ রমনী, তুমি সুপ্রিয়া-সুগৃহীনী তুমি প্রিয়তমা, তুমি মহিলা-মহলবাসীনী কত উপমা তোমার! উপমায় ধণ্য হও শুধু জানো না তুমি- তুমি ভোগ্য পন্য, তুমি মানুষ নও মানুষ হয়ে জন্ম তোমার ক্রমেই নারী-রমনী হও নারী-রমনী আধাআধি ভাগে মানুষের জন্ম দাও সমকাতারে রাখলো তোমায় সাম্যের কবি নজরুল একই কবিতায় রমনী বানালো তা কি স্বেচ্ছাভুল? মানুষ তুমি হবে না কভু, যতো রবে নিজের পন্য সাজ মানুষ তোমায় হতে দিবে না এই ধর্ম-পুরুষ-সমাজ মুক্তি যদি চাও তুমি তবে আগে মানুষ হও! গোলাপ ছেড়ে, প্রসাধনী ভুলে, ঝাটা তুলে নাও ভাঙ্গো চুড়ি চালাও ঝাটা, উপড়ে ফেলো সকল কাটা রুখে তোমায় কোন বেটা, কার এমন বুকের পাটা? মুক্তি তোমার আসবেই জেনো, ধর্ষক হবে ধুনো ধুনো অবলা নও তুমি, তুমি ‘মানুষ’ -এটাই মেনো। 23.03.2016

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।