ঘর
- আনিসুল হক লিখন ২৬-০৪-২০২৪

:::::
অবুঝের নীড়েই রয়ে গেলো উদাস এই মন
আর কতটুকু বয়স হলে বুঝব যোজন বিয়োজন।
এত যোগ বিয়োগ কত গুন ভাগ
তবুও ভুলে যাই কত যে কিছু মেটে যায় রাগ।
52 গেলো
71 গেলো
আরো যাচ্ছে কত বছর?
আর কত জল গেলে ফিরে পাবো ঘর!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।