একটি নিহ্রাদের টানে
- মশিউর ইসলাম (বিব্রত কবি) ২৫-০৪-২০২৪

হঠাৎ !
বাতায়নটা খোলা ছিল
বাটীতে,বিছানায় কিংবা পড়ার টেবিলে
চুপটি করে বসে ছিলাম।
দর্পণ বরাবর তাকিয়ে নিষ্পলক !
প্রত্যয়ে না খোয়াবে এসেছ জানিনা,
পাদপ্রহরে পাদকটক ঝনঝনিয়ে বেজে উঠল,
তবুও দ্বাররক্ষক নিষ্প্রান।
কারন আমি তো দোষৈকদর্শী নই,
ভেতরটা দেখার চেষ্টা করি,
আমি জানি তুমি দ্যুলোকের দ্যুতি
আমার হৃদ্যের জগদগৌরী।
মনের কার্নিশে একটা ঘণ্টা ঝুলিয়ে রেখেছি,
সময় কিংবা অসময়ে তুমি সেখানে আচড় কেটো
অধিকারটা তোমার।
নিশীথিনীতে নিশাজল হয়ে এসো-
তৃষাতুর চোখে তুমি নিসর্গজ নিশামণি।
আমি জানি,
বনিবনা হবেই তোমার আমার,
মনের টান যেখানে স্থির অভিপ্রায় নিয়ে দাড়িয়ে,
আমি নীলোৎপল দিয়ে তোমায় বরণ করবো।
প্রতিক্ষায় -
কখন কর্ণ বরাবর একটি নিহ্রাদ ভেসে আসবে,
ভালোবাসি তোমায়।



শুকুরসী,ঢাকা ।
০৪/০৭/২০১২

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।