ইচ্ছে
- ফরিদুল ইসলাম ০২-১২-২০২৩
যতখানি ইচ্ছে ছিল ততখানি আছে,
স্বপ্ন বুড়ি স্বপ্ন বুনে চলছে আমার পিছে।
মেঘলা মেয়ে বৃষ্টি নামায় ইচ্ছে তারও আছে,
পূর্ণিমা রাত আলো ছড়ায়, মায়াটা নয় মিছে।
ভ্রমর আমার গুনগুনিয়ে শুনিয়ে যায় গান,
স্বপ্ন আছে ইচ্ছে জাগাও পাখির কলতান।
অথৈ জলে সাগর তলে স্বপ্ন বোনে কেউ,
মৃদু হাওয়ায় স্রোতস্বিনী খোলপেটুয়ার ঢেউ।
পূবের আকাশ ইচ্ছে হয়ে জ্বালিয়ে দেয় আলো,
স্বপ্ন তোমার স্বপ্ন আমার ইচ্ছে নিয়ে চলো।