তুমি
- ফরিদুল ইসলাম ১৭-০৯-২০২৪

উৎসর্গ- শান্তা পত্রনবীশকে

সত্যিই মহান তুমি
মিছে নয় ,
হাওয়া নয় ,
বেশি নয় কিছুই।
জানে ,
সবি জানে, অন্তর্জামি।

তুমি কোলাহলে পূর্ন নও
অথচ কোলাহলেই পূর্ন।
তুমি বন্ধু নও,
তুমি শিক্ষক নও,
মনোস্তাত্তিক নও,
দিকপাল নও তুমি-
তুমি জ্ঞানের আঁধার
সিন্ধু মহা সিন্ধু- প্রশান্ত,

তুমি মহানুভবতার
অচিন্তনীয় দুর্বার আলোক জ্যোতি
তুমি সাবিত্রী, সর্বাঙ্গে মিশ্রিত তুমি পুর্ণ।

রোজ দিবসের স্থূল কর্মে
মুক্ত বিহঙ্গ তুমি।
আকাশের মতো মনে দিগন্তে-দিগন্তে
সুশ্রীত মেঘলুপ্ত পদধ্বনি।

তুমি শান্তা
তুমি পত্রনবীশ
মা মমতার নিজস্বতার মুক্ত প্রাণে।
তাই তবে ঘুরি ফিরি ছুটি চলি শীতলগিরি
এসে দাঁড়ায় দোরগোড়ায় তোমারি পানে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।