আমাদের গান
- ফরিদুল ইসলাম ০২-১২-২০২৩
উৎসর্গ- ৬নং গ্রুপ, ইতি-৯, ঢাবি
ইহলোকে যতদিন বাঁচি- গেয়ে যাবো
পরমাত্মার তৃপ্তি সীমায়,
আছি আমি, আমরা, প্রত্যেকে
মহানন্দের ছয় সীমানার।
চন্দ্রী, পুতুল, নিশি'র বকুল
সঙ্গে তামিম, রত্না আমায়,
ফজলে তরিক, ভিন্ন আরেক
বন্দি সবে রুবেল মিথুন ক্যামেরায়
শান্তার সীমানার।
যদি পর জন্ম হয়
গেয়ে যাবো তাই- ব্যাকুল আকুতি
এই সীমানার, এই একতায়
পরমব্রত আত্মায়।