দিপা....
- আকছার মুহাম্মদ - নিরাশ্রয় পাঁচটি আঙুল ২৪-০৪-২০২৪

এই যে দিপা শুনো বলছি আমি কানে কানে গোপন যেন রেখো..... তোমার হাসি পরাণ ভাসি জানো কি তা তুমি হাসির জন্য ফাসি পড়তে অনেক কাজী রাজি... তোমার দেহ মোহ করে রাখে অন্ত দিন দিন দুপুরে রাত বিহনে বাজিয়ে চলে বীণ। চুল যেন কুল ঘেসা নদীর স্রোত ধারা আবার যেন আসল ফিরে মনের বনলতা। চোখের ভাষা লাজুক আভা হীরক মরুর দান একটু পলক গড়তে পারে নব আশার প্রাণ। হেটে যাওয়া হাওয়ার খেলা মুগ্ধ করে আখি দূর সিমানায় হারিয়ে যাওয়া অবুজ সবুজ পাখি। ঠোঁটেঠোঁটে জোড়া শালিক বাস করে দিন রাত হাসায় কাদায় ক্ষনে ক্ষনে ছোয়ে যাওয়া হাত।। আলোয় হাসে রুপে সুধা অঙ্গ মাতাল ছায়া নব যুবা স্তব্ধ হয়ে কাটায় সারা বেলা। যাদুয় নোয়া কথার খেয়া মুক্ত স্বাধিন দুর্গ তামাম জাহান শান্ত করে গড়তে অসীম স্বর্গ। কানে গিয়ে বলা কথা যত্ন করে রাখিস। আপন হলে ফুলে ফুলে মালা এক খান গাথিস। ০৪ / ০৭/ ২০১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।