মোদের চাওয়া
- আব্দুল আহাদ ২৫-০৪-২০২৪

মোদের চাওয়া
আজ সব চাই চাই খাই খাই,
দুঃসময়ে কেউ কারো নাই।
কর্মী চায় নেতৃত্ব, নেতা চায় সার্বভৌম।
ধনী চায় ধনত্ব, দুস্থ চায় মহাজনি।
মূর্খ চায় বাদশাহি, চোর হতে চায় বৈরাগী।
ভদ্রা বেসে মুখোশ পরে করতে চায় রাজনৈতি।
মোল্লা চাহে ফতোয়াবাজী, ইমাম চাহে দাওয়াত।
প্রেম চাহে যৌনতা, সংস্কৃতির নামে অশ্লীলতা।
নারী চায় ভিনদেশী সিরিয়াল,বালক চায় পর্ণ।
মেয়ে চায় প্রেম, ছেলে চায় যৈৗনতা ।
রাজা চায় প্রণাম, প্রজা চায় ন্যায়পরায়নতা।
পুরুষ চায় পুর্ণতা, বেকার চায় কর্মসংস্থান ।
অধ্যায়নহীন ছাত্র চায় গোল্ডেন স্টার, পুলিশ চায় ঘুষ।
মোরা চাই মানসিকতার পরিবর্তন,স্নেহ মায়া মমতা।
ওরা চায় বৃদ্ধা লেজুড়বৃত্তি, মোরা চাই পরির্বতন।
ওরা চায় ব্যক্তি পূজা, মোরা চাই একত্ববাদের বন্দনা।
ওরা চায় মানব মন্ত্র, মোরা চাই ঈশ্বরের বার্তা।
ওরা চায় নর-নারীর সমতা,মোরা চাই স্রষ্টা তথ্যের মর্যাদা।
ওরা বলে ক্ষমতা সার্বভৌম জনতা,
মোরা বলি ক্ষমতার মালিক এক আল্লাহ।
ওরা বলে মানব সৃষ্টি জীবের বির্বতন,
মোরা বলি স্রষ্টার সৃষ্ট আপন মহিমা রতন।
ওরা বলে রঙের মানুষ দম পুড়াইলে টুস,
মোর বলি অনন্ত বিচারে চলে গেলে প্রভুর সাক্ষাতে।
তোমরা কর কবর পূজা,মোরা করি মসজিদে সেজদা।
তোমরা কর মুরিদ ব্যবসা, মোরা করি কোরআনের তপস্যা।
তোমরা থাক ভোগের সিংহাসনে,মোরা জিহাদের ময়দানে।
তোমরা টান জর্দা হুক্কা,মোরা চাবাই কালিজিরা।
তোমরা খুজ হাদিয়া তোহফা ,মোরা খুজি ইলমে ওহী।
তোমরা পর হিংস্র প্রাণির মুখোশ, মোরা পরি সাদা টুপি।
জীবন মরণ সঃনিকটে মোরা চাহি এক আল্লাহ ।
এই মোদের পণ কবুল করিয়া লও প্রভু নিরঞ্জন।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।