নারী তুমি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অপ্রকাশিত কবিতা ২০-০৪-২০২৪

নারী তুমি প্রেমে,
নারী তুমি মনে,
নারী তুমি বিরহের ছন্দে,
নারী তুমি কবিতায়,
নারী তুমি প্রেমিকের বেদনায়,
নারী তুমি ছলনায়,
নারী তুমি প্রেমের ভাবধারায়,
নারী তুমি দেবী,
নারী তুসি মাতৃ রুপে,
তুমি জান্নাত সন্তানের তরে,
নারী তুমি সৌন্দর্য নিয়েছ সব,
চারদিকে শুধু তোমারি কলরব,
তোমার প্রেমে বিশ্ব শান্ত,
প্রেমিকের মন আজ অশান্ত,
শুধু একটু ভালবাসার লাগি,
নারী তুমি কামনায়,
নারী তুমি প্রেমের বাসনায়,
নারী তুমি আপন লজ্জায়,
দিয়েছ প্রেম ভালবাসার মুগ্ধতায়
আপন স্পর্শের ছোয়ায়,
যৌবনের জাদুর ছোয়ায়,
নারী তুমি কবির তৃষ্ণায়।
নারী তুমি স্বর্গ এনেছ ধরাতে,
এনেছ পাপ করে নরকের স্পর্শ,
নারী তুমি পাপ শিখিয়ে,
ছলনার মায়ার ঝালে রেখেছ ভুলিয়ে
নারী তুমি ললনা,
প্রেম শিখিয়ে করেছ ছলনা,
কেন প্রেম শেখালে বলনা?
নারী তুমি ছন্দ,
নারী তুমি সুর,
নারী তুমি প্রাণের স্বাদে মধুর,
নারী তুমি সিক্ত কামনায়,,
নারী তুমি ছলনাময়ী তিক্ত,
নারী তুমি প্রেমে, বেদনায়,
নারী তুমি এ পৃথিবীর অহংকার,,
নারী তুমি মন কেড়েছ সবার,
নারী তুমি এ পৃথিবীর তরে,
দিয়েছ যা মন প্রাণ উজার করে
তা কি কেও পারে?
জিঙ্গাসে দেখো মানবেরে, ফেরেস্তারে,
তোমার সমান কে হতে পারে।
নারী তুমি জীবনে দিয়েছ সুর,
পৃথিবীকে করেছ মধুর,
নারী তুমি কবিতার ভাষা,
কবির একটা কবিতার আঁশা,
কবিকে দিলে ছন্দময় ভাষা,
নারী তুমি পৃথিবীতে,
নারী তুমি থেকো জান্নাতে,
অপ্সরী হয়ে থেকো স্বর্গে,
ভালবাসা যেমন বিলিয়েছ ভূলোকে,
নারী তুমি রাক্ষসী,
নারী তুমি পূজার দেবী,
তোমার প্রেমিক হয়েছে কবি,
তুমি তো পৃথিবীর প্রকৃত ছবি।
নারী তুমি কি দিয়ে, কি নিয়েছ,
সেই হিসাব আজ থাক,
সেই হিসাব থাকুক পুরোনো খাতাতে।
নারী তুমি আমার মহত্ম,
নারী তুমি মোর প্রাণের অস্তিত্ব,
নারী তুমি সৃষ্টির সত্য,
নারী তুমি প্রাণের প্রথম আবেগ,
নারী তুমি জাগিয়েছ বিবেক।
নারী তুমি পতিতা,
নারী তুমি কবিতা,
নারী তুমি সবিতা,
তুমি মধুসূদনের বনলতা,
নারী তুমি গানের কথা,
নারী তুমি বুকের ব্যাথা,
,
আমার সকল স্বপ্ন জুরে তুমি
আমার সকল ভাবনা জুরে তুমি
আমার সকল আঁশাতে তুমি
তুমি যে মোর জাগরণের গান।
নারী তুমি,
আমাকে দিয়েছ কষ্ট,
করেছ মোরে নষ্ট,
এই বুকে কি আছে জানো কি?
নারী তুমি চিন্তার শেষ প্রান্ত,
তোমার রুপে কবি হল শান্ত,
পৃথিবীর সব হল ভ্রান্ত,
নারী তুমি অজানা কৌতুহল,
নারী তুমি জানা ভ্রান্ত কাহিনি,
নারী তুমি হলে ধন্য,
তোমার প্রেমিক হল বন্য,
এ পৃথিবী শুধু তোমার জন্য
নারী তুমি ভ্রান্ত ধারনা ,
একটা শান্ত প্রতারণা,
একটা প্রেমের শেষ সীমানা।
একটা ভ্রান্ত কল্পনা,
একটা অস্বাভাবিক আচরণ,

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 13টি মন্তব্য এসেছে।

almamun1996
০৮-০৩-২০১৯ ১৯:৪৪ মিঃ

.ধন্যবাদ কবি মোঃ রাসেল আপনাকে।

এইখানে লগ ইন করা হয় খুব কম।।।
আচ্ছা সময় নিয়ে আপনার কবিতা পড়ব

rasel6545
০৭-০৩-২০১৯ ১৭:২৪ মিঃ

সুন্দর, আমার কবিতা গুলোও পড়বেন

SM_Julhasur_Rahman
০১-০২-২০১৯ ২২:০৮ মিঃ

অসাধারন লিখুনি প্রিয় শুভেচ্ছা নিবেন।

almamun1996
৩০-০৮-২০১৮ ২৩:০৪ মিঃ

৩০আগষ্ট আমার জন্মদিন।।

almamun1996
৩০-০৮-২০১৮ ২৩:০৩ মিঃ

ধন্যবাদ কবি।।।
শাওন মল্লিক

shawonmallick6950
২৯-০৮-২০১৮ ১১:৩৬ মিঃ

অসাধারণ গাথুনি

sudiptabiswas
১৭-০২-২০১৮ ০৪:৩১ মিঃ

দারুণ

hasan9999
২৪-০১-২০১৮ ২২:৩০ মিঃ

সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর ।

hasan9999
২৪-০১-২০১৮ ২২:২৭ মিঃ

সুন্দর কবিতা ।।। সুন্দর সুন্দর

almamun1996
২২-০১-২০১৮ ১৭:১৯ মিঃ

নারী তুমি প্রেমে,
নারী তুমি মনে,
নারী তুমি বিরহের ছন্দে,
নারী তুমি কবিতায়,
নারী তুমি প্রেমিকের বেদনায়,
নারী তুমি ছলনায়,
নারী তুমি প্রেমের ভাবধারায়,
নারী তুমি দেবী,
নারী তুসি মাতৃ রুপে,
তুমি জান্নাত সন্তানের তরে,
নারী তুমি সৌন্দর্য নিয়েছ সব,
চারদিকে শুধু তোমারি কলরব,
তোমার প্রেমে বিশ্ব শান্ত,

riyad567
০৭-০৪-২০১৭ ০৯:৪৪ মিঃ

সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর ।।।।।।।।।।।। অসাধারণ কাব্য

Likhon198888
১৭-০৩-২০১৭ ২৩:১৭ মিঃ

এত কিছু কি করে??? অভিভূত

Likhon198888
১৭-০৩-২০১৭ ২৩:১৬ মিঃ

আপনি তো।সেই ভাবনা ভাবেন ।।