জাতির সুখে-দুঃখে
- মোঃ আমিনুল এহছান মোল্লা ২৩-০৪-২০২৪

নাহি রাখে পর শ্রদ্ধা আপন মতের বাইরে
যদিও আপন আঁধার কূঁড়ে আলোক ভুবন জুড়ে ।
মানব সেই হারিয়ে তাহার শ্রেষ্ঠ খেতাব ভবে
দুষ্ট মোহের কুট চালে ঐ দলের মন্ত্রে সবে ।
যদিও কেউ ভাল করে নাহি আঁখি মেলে
সত্যটুকু গোপন করে মিথ্যে ঢেকুর তুলে ।
তুচ্ছ করে অন্যের অর্জ্ন চলন বলন ছলে
মুধুর কণ্ঠে গীবত গায় নিজের দোষ ভুলে ।
আম জন ভেলকি খেলায় যখন তখন দোলে
কে যে মন্দ কে যে ভাল বিচার নাহি করে !
দলের মন্ত্রে বিলিয়ে প্রাণ স্বাধীন নিশান পুড়ে
অহেতুক আঁধার পথে মায়ের যুবা ঝরে
নৈতিক শিক্ষা হারিয়ে তবে ইন্টারনেটের ফাঁদে
অথৈ জলে তলিয়ে সেই জাতির বিবেক কাঁদে
অস্ত্র হাতে মরন ফাঁদে আগামীর আলো সে যে
ওদের শুনে পথ হারিয়ে নরক শুলের কাজে
ঘরে বাইরে লাঘাম ছেড়ে চলছে বিবেক ওদের
আপন স্বার্থে সত্য ছুঁড়ে আনছে ধবংস জাতির ।
নাহি রাখে পর শ্রদ্ধা বিভেদ ছবি এঁকে
অতি লোভে ভুবন বুকে মাকে রাখে শোকে ।
সেই জাতি ফিরবে কবে মায়ের শীতল বুকে?
বিভেদ ভুলে এক মঞ্চে জাতির সুখে-দুঃখে ।

------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।