আজ জনতার ফাঁসি
- মোঃ আমিনুল এহছান মোল্লা ২৯-০৩-২০২৪

কালো মেঘে ঢাকা পূর্ণিমা তোর ঝিলমিল জল রাশি ।
বিবেকহীন তোর আলোহীনা পথ এলোমেলো যত হাসি
চলমান ধারার উত্তাল সফেন কম্পিত বিষাদ বাঁশি ।
ধরণীর বুকে প্রদীপে আঁধার অচেনা আজ রশ্মি ।
আপন স্বার্থ্ থমকে দিস আলোক তরী আসি !
ভুলে যাস তুই সুর্য্ গুনে আজিকার তুই শশী
ডুবে দেস সেই প্রেমের পরশ অর্থে জলে ভাসি ।
নেসনা চিনে মূল তোর সেই- মায়ের সেবক দাসী !
পথ হারায়ে তরীর মাঝি বধির কানা ঐশী।
মিথ্যে দম্ভে- মিথ্যে গর্জে -আজ জনতার ফাঁসি ।
-----------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।