আমি স্মার্ট্ ফোন হব
- মোঃ আমিনুল এহছান মোল্লা ২৫-০৪-২০২৪

মাগো আমি তোমার ছেলে বলছে সবে আলো
শান্ত সুবোদ ভদ্র আমি সবার চোখে ভাল ।
কেউ বুঝেনা দুঃখ আমার হৃদয় গহিন জ্বালা
ঘরের কোণে একা একা কান্না আমার খেলা ।
আব্বু আম্মু ডাকি ডাকি নাহি ফিরে শুনে
কি যে হল ধমক দিয়ে ছুটে স্মার্ট্ ফোনে !
দেখছিস না - মা তোর- মামার সাথে চ্যাটে !!
দুঃখ আমার কেউ বুঝেনা বাবাও বসে খাটে
আজকের আমি দুঃখী ছেলে
জাগব কেমনে পালে ?
সবাই আছে কেউ নেই আমার দুঃখ ভাগে
ভাই বোন- বাবা মা- সবাই একই রোগে
মিনহাজ ফাহাদ স্বপ্ন আমার স্মার্ট্ ফোন হব
ওঠব জেগে সবার আগে নিত্য চ্যাটে যাব
ওহে আমি স্মার্ট্ ফোন সবার পরশ পাব
পিতা মাতা ভাই বোন একই সঙ্গে রব ।
ওগো পিতা- ওগো মা- তোমরা সঙ্গী হলে
হাসতাম আমি হৃদয় খুলে লাল-সবুজের কোলে ।
------------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।