দশ টাকার এই চালে
- মোঃ আমিনুল এহছান মোল্লা ২৫-০৪-২০২৪

স্বপ্ন মায়ের জাগায়ে মনে ছুটছে পিতার কনে
গরীব দুঃখী হাসবে এবার নাইতো অন্য মনে
অঙ্গীকার সেই পালন ভ্রতে দশ টাকার এই চাল
হত দরিদ্র খেটে খাওয়া ধরবে সংসার হাল
খুশী খুশী গরীব মানুষ ঐ ছুটেছে দলে
ঐ খানেতে পাওয়া যাবে একটি কার্ড্ হলে
ভাবছে মনে এবার বুজি হাসবে গরীব সবাই
পিতার কনের দশ টাকার এই
চাল যদি পাই ।
হত দরিদ্র কপাল পোড়া চাল ওদের নাই
ডিলার কতক সিন্ডিকেট ঐ একই সঙ্গে ভাই
না দিয়ে ঐ করছে পাচার গরীব দুঃখী ঠকাই
স্বপ্ন পিতার স্বপ্ন কনের হচ্ছে অগ্নি ছাই
দশ টাকার ঐ গরীব খাবার
নেয় যে ওরা ছিনাই
দেখেছো কভূ বঙ্গ রাণী-কারা করছে এই ?
হত দরিদ্র গরীব শ্রেণী আজও আছে সেই..
তুমি উদার সঙ্গ বটে লোভী চক্রের জালে
অপূর্ন্ ঐ স্বপ্ন তোমার
দশ এই টাকার চালে ।
ইতি মধ্যে দশে ধস দেখছি সবখানে
দমন কর কঠোর হস্তে মায়ের সংবিধানে ।
তোমার নায়ে ওহে মাঝি যাত্রী সবে সম
ঐ দুরে কেউ ভাঙ্গিয়ে নাম লুঠছে প্রিয়তম
সত্যি নাকি তরীর যাত্রী করছে চাল গুম ।
---------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।