মুক্ত দেশে হইনি স্বাধীন
- মোঃ আমিনুল এহছান মোল্লা ১৯-০৪-২০২৪

স্বপ্ন পিতার যাচ্ছে লুটে ভ্রান্ত দুষ্ট ভ্রাতা
উধের্ব্ ছুটে লোভকে ছুড়ে হয়না কেহ ত্রাতা
মুক্ত দেশে হইনি স্বাধীন -হে বঙ্গ মাতা !
যেদিক তাকাই সেদিক দেখি কাল রংঙের ছাতা ।


স্বাধীন পখে বঞ্চিত আজ দিশহারা অধিকার
উল্লাস তাই বিদ্রোহী তটে নৌ পাল হারাবার ।
ইজ্জত নারীর সম্ভ্রম হানি পথ ঘাট চিৎকার ।
হাহাকার ঐ অশ্রু চোখে অসহায় যত মার
আইনের ধারক তীর্য্ক বুলি বিচারহীনা দ্বার ।

চেঁচায় মাঝি বধির কর্ণে দুষ্ট ছেলের মন
যত্র তত্র রক্তের হোলি মরছে বাংলার জন
দলের মতে ক্ষমতা বলে উড়ায় তরীর পাল
ভেঙ্গে তীর ডুবায়ে ফেরী স্বপ আশার নীড়
লুটে পুটে যাত্রী তেড়ে ওরাই নাকি বীর!
দোসর যারা শুক্র ওরা আজই মার টান
পিতার নায়ে ওঠা তুই লাল-সবুজের জান ।


কম্পিতেঐ বুলেট বোমা রক্ত ঝরা প্রাণ
দেয়না ফিরে মায়ের কোলে আমার সংবিধান
গণতন্ত্রের মুক্তকাশে স্বৈরতন্ত্রের চাল
বিদ্রোহী সেই জাতির নায়ে ছড়ায় ধূম্রজাল
তন্ত্র মন্ত্র জঙ্গীবাদ হুর পরীর সাজ
মৌলবাদের অন্তঃগহিন সুক্ষ কারুকাজ
ভ্রান্ত মন্ত্রে হারিয়ে যুবক নিশি ভোর আজ ।
মলিন ডানায় মুক্ত নিশান হয়না তবু লাজ ।

যাকে দেখি নষ্ট আজ আপন আর পর !
যোদ্ধা সেই বিদ্রোহী পথে একই স্বার্থ্পর !
মায়ের কোলে দেয়না ফিরে মৌল অধিকার
রক্তে পাওয়া লাল-সবুজ আজ নেইতো সেই আর ।
-----------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।