যুবা তোর ভঙ্গু নায়ে
- মোঃ আমিনুল এহছান মোল্লা ২৬-০৪-২০২৪

ঐ দেখ তোর যুবা কোথায় যেন গিয়ে ?
স্কুল কলেজ পথে ঘাটে কার সঙ্গী হয়ে ?
ঐ দেখ হাতে বিড়ি কিংবা নেশা লয়ে
সুখ তৃপ্তে মারছে টান শুভ্র ধুম্র জয়ে !
পথ ঘাট সব খানে যুবা তোর ক্ষয়ে !
সঙ্গী কত নিচ্ছে ধরে মরণ নেশার ফাঁদে
চুপি চুপি সিদ্ধি বোঝা ইয়াবা যত কাঁধে ।
যুবা তোর ভঙ্গু নায়ে যৌবন পাল তোলে
মরণ ব্যাধি ক্যান্সার ঐ সতেজ প্রাণ দোলে
হাসি খুশী নেই সে ইয়াবা গাঁজার গ্রাসে
সিগারেট বিড়ি ফেন্সিডিল জর্দা যত নাশে
ধূম পান নিকোটিন যুবা প্রাণ কেড়ে
আগামীর আলো তোর ছেলে এমনি কত হেরে !
ঐ দেখ মায়ের আলো ধূমপান কত ধরি
যৌবন দেহ নত শিরে যুবা মরি মরি ।
তোর ছেলে তোর মেয়ে মরণ ব্যাধি পুষে ।
জাগরে মা জাগরে পিতা ধুমপান ঐ ধসে
জাগা ওদের ভিতর রবি আলো যেন আসে
ওঠা জেগে তোর যুবা বাংলা ভালবেসে ।
ঘৃণা কর না বল ধররে যুবার হাল ।
ধবংস কর প্রস্তুতকারী মরণ নেশার জাল ।
শত্রু ওরা বিপদগামী স্বাধীন মায়ের কাল ।
----------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।