আমি ভালো নেই
- রশিদ হারুন ২৬-০৪-২০২৪

মনোলীনা,
অনেকবার ভেবেছি তোমার কাছে ফিরে আসবো
অভিমান আর অহং এর শেকলটা খুলে ফেলবো,
তারপর যে পথে চলে গিয়েছিলাম সেই পথেই ফিরবো।
হয়তো সহজ ছিলো এই চলে যাওয়া
ফিরে আসা খুব সহজ নয় ,
পথ অনেক বদলে গেছে,
খুজে পেতে খুব কষ্ট হবে,
কোন পথে ফিরলে
তোমার করুনা হবে আমার জন্য,
কোন পথে ফিরলে
তুমি আগ বাড়িয়ে ডেকে নিবে।
এ ভাবে ভাবছি আর বয়স চলে যাচ্ছে
সময়ের চোরাগলি দিয়ে,
তবুও তোমার কাছে ফিরা আর হয় না আমার।।
মনোলীনা,
আমি ভালো নেই,
আমি ভালো নেই অভিমান আর অহং এর
সত্য মিথ্যা খেলায়,
আমি ভালো নেই বুকের মাঝে ক্ষ্যাপা ষাড়ের মত
শূন্য এর দাবড়ানীতে,
আমি ভালো নেই সুতো কাটা উরন্ত ভুল ঘুড়ির
পেছনে দৌড়াতে দৌড়াতে,
আমি ভালো নেই, আমি ভালো নেই ,
মনোলীনা,
অভিমানী মানুষ কখনো ভালো থাকেনা,
অভিমানী মানুষ কবি হয়ে যায়।
---------------------------------------------------------
জি, এম, হারুন অর রশিদ
১৮/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।