ভালো যদি বাসতেই হয়
- আব্দুল্লাহ আল নোমান (বৃত্ত) ১৯-০৪-২০২৪

ভালো যদি বাসতেই হয়-
তবে কোনো এক নক্ষত্রকে ভালোবেসো,
নক্ষত্র-প্রেমে ভালোবাসা অমরত্ব পায়,
আর যদি ভালোবাসার অমরত্ব না চাও-
ঝরা বকুলের কাছে এসো,
বকুল-প্রেমে ভালোবাসা অমরত্ব পায় না-
তবু ভালোবাসা থেকে যায় নিরন্তর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।