নিত্যমন
- ড. সুজিতকুমার বিশ্বাস - শ্রাবণ প্রণয় ২৫-০৪-২০২৪

আমার নিত্য সাথে মনের ঘর-
সেইখানেতে আমিই পর;
জোটেনা আজ কোনো সাহস ।
হিসাব কিছুই মেলেনা যে-
প্রাণ তো আছে দেহের সাজে;
আমার ঘরে নিত্য তোমার বাস ।
আমার গহন মনে গভীর রাত-
সেথায় তোমার একলা হাত;
মন বুঝিবা বড়ো কর্মহীন ।
প্রাসাদ জুড়ে আমায় চাও-
মনকে কেন? দেহ নাও;
দু’জন মিলে হই অমলিন।
----------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।