মিলেমিশে
- ড. সুজিতকুমার বিশ্বাস - আয়োজন ২৩-০৪-২০২৪

দিনের ও আলো অন্ধকারে
মিশে গেছে যতনেতে দেখি;
আমার বিষাদ বারেবারে
আঁধারেতে সব তুলে রাখি।

সূর্যও হয়েছে আজ ফিকে
আজ মুখে তার নেই জ্যোতি;
দিগন্তে আলো আছে টিকে
মিলেমিশে আমাদের প্রতি।

এগিয়ে নীরবে দিই হাত
অজান্তে হতাশার মিলনে;
স্বপনেতে কাটে এই রাত
বেঁচে থাকা তবুও ছলনে।

হতাশায় আজ একাকার
বাইরে যে নতুনের ছবি;
মন জুড়ে কত হাহাকার
লজ্জায় তুলে রাখি সবই।
-------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।