কবিকথা
- ড. সুজিতকুমার বিশ্বাস - আয়োজন ২০-০৪-২০২৪

কবিরাই নাকি কাব্য বোঝে-
সকল কাব্য করেছে চর্চা;
কবিরাই থাকে স্বপ্ন লাজে
বই কিনে যে করে খরচা।

কবিরা লেখে অমর কাব্য
শুধু নিজে বোঝে তার মানে;
কবির কথা বসে ভাবব
কবি লেখে সময়ের টানে।

কাব্য না হলেও কবি ভাব
জানি, বাদ দেয় ছেদ-যতি;
পদ্য পেয়েছে গদ্য স্বভাব
কবিতায় থাকে প্রেম-রতি।

গাটের টাকা খরচ করে
ছেপে যায় কবিতার বই;
বইমেলা মাঝে ভবঘুরে
ঝোলা ব্যাগে কত হইচই।
----------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।