আহ্বান
- ড. সুজিতকুমার বিশ্বাস - আয়োজন ২৬-০৪-২০২৪

গালে হাত দিয়ে আজ প্রাতে
কী ভাবিছ মোর প্রাণ প্রেয়সী;
দূর বাগানে কোন শাখাতে
কোথা নজর দিয়েছ বেশি।

চেয়ে আছো দেখি ও গগনে
কেমন নীরব অপলক;
দৃষ্টি শুভ যে এই লগনে
শেষ নাহি তোমার ঝলক।

মোহর ভরা বদন পাখি
পুষ্প কানন অতি শোভিত;
তোমার পথে তাকিয়ে থাকি
মনোহরাতে অতি রঞ্জিত।

বেলা চলে যায় ফিরে দেখো
চেয়ে তোমার বসন পরে;
আমারে তুমি নীরবে ডাকো
আহ্বান করি আমার ঘরে।
-------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।