মোহনা
- ড. সুজিতকুমার বিশ্বাস - আয়োজন ২৯-০৩-২০২৪

কোন কথা বকুলের তলে
বলে গেছ তুমি অবেলায়;
তোমার সৃষ্টি পড়িল জলে
আমি আছি তব মোহনায়।

একবার চেয়ে ফিরে গেছ
দৃষ্টি মাঝে সোহাগের তারা;
আমার ভাগ্যে কীবা লিখেছ
ওহে মোর পরান ভোমরা।

তোমার ললাটে কত প্রেম
শোভা পায় আজি নিরালায়;
তোমারেই বুঝি হারালেম
দৃষ্টির তলে জলকণায়।

তাজা প্রাণে ভাদরের বান
গালে তোমার পড়েছে টোল;
এ চাওয়া তোমারই দান
তোমার কথা মোর সম্বল।
-------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।