বসন্ত
- ড. সুজিতকুমার বিশ্বাস - আয়োজন ২৯-০৩-২০২৪

নতুন করে ফাগুন এলো
মনের মাঝে রঙিন কত;
চারদিকেতে নবীন পেল
কোকিল যেন ডাকছে শত।

ফাগুন মাসে আগুন আশা
পলাশ শিমুল ও সজিনা;
অবাক চোখে ভালোবাসা
দুচোখ ভরা স্মৃতির কণা।

ফাগুন মানে দোলের হাসি
নবীন প্রাণে কতই কথা;
আবীর মাখা মোর প্রেয়সী
সাঁঝের বেলা আসবে সেথা।

আসবে জানি এই বসন্ত
অপেক্ষাতে তাই বারোমাস
আলোর আশা প্রাণে অনন্ত
স্বপ্নসুখের যে সর্বনাশ।
-----

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।