বিদায় ,বিদায় হে বন্ধু গন!
- মোঃ আমিনুল এহছান মোল্লা - মুক্তির চাবি ২৫-০৪-২০২৪

বিদায় ,বিদায় হে বন্ধু গন!
এই হল শেষ ,ওগো মুমিন ভাই
নাই নাই কোরআনবিনে ঠাঁই ।
আলয় গাঁথা হাদিস রেখে যাই
নবীজির কন্ঠে তাই
তৃপ্তির সানাই ।

জিলহজ মাসের হিজরী দশে
সত্যের আলো হেরার পাশে ।
মুক্তির পথ কোরআন গেয়ে
নবীর আলোয় পূর্নতা পেয়ে ।

২৩ বছর ধরে একে একে করে
গরলের পথে সত্যে উড়ে ।
কোরআনের শিখা যবনিকায় এসে
নবীজির উল্লাস নাহি থামে শেষে ।


মুক্তির আলো হাদিস- কোরআন
আমিই শেষ নাহি আর সোপান ।
বলে দাও সবে নাহি কর গোপন ।
পরিপূর্ণ্ দীনকে করে নাও আপন ।

দেখ হে প্রভূ পরওয়ার দিগার!
করেছি পূর্ণ্ দীনটি তোমার
সাক্ষী তুমি বিদায় হে যাবার ।
হে ইমানদার নাহি সময় আর
আকড়ে ধর চাও যদি দীদার ।


জেনে রেখ জগত মুমিন
ইসলাম তরী মনোনীত দীন ।
মুক্তির আলোয় হাদিস কোরআন ।
দু’য়ের মাঝেই তোমার নিশান ।
বিদায়, বিদায় হে বন্ধু গন!
------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।