প্রলাপ
- ড. সুজিতকুমার বিশ্বাস - আয়োজন ২৪-০৪-২০২৪

আজ দেখি পুকুরের ঘাটে
একা একা জলে দাও ঢেউ;
বসে আছ একা তার তটে
দেখেনাতো চেয়ে বুঝি কেউ।

ধীরে ধীরে নেমে গেছ জলে
ভিজে গেছে তোমার বসন;
কীভাবে যে দেখি সাঁতরালে
চেয়ে দেখি তোমার শয়ন।

এলোচুলে ভিজিয়েছ মন
ধীরে দাও চোখে জল ছিটা;
জল মাঝে মিশেছ কখন
দেখা গেছে তোমার রঙটা।

ভেজা চুলে চলে আসো বাড়ি
মাটিতে পড়ে পায়ের ছাপ;
জল ঝরে পিছে পিছে তারি
মন মাঝে কতই প্রলাপ।
------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।