তোমাকে ভালবাসি সুরভি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ২৮-০৩-২০২৪

তোমাকে ভালবাসি সুরভি
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন

তোমাকে ভালবাসি একথা বার বার বলতে চাই।
বলতে চাই এ আকাশের নিচে দাঁড়িয়ে,
তোমাকে ছুতে চায় দু হাত বাড়িয়ে।
বার বার তোমার মাঝেই যাবো হারিয়ে


এই বাহুতে বার বার চাই তোমাকে,
জানুক সবাই তোমাকেই ভালবাসি।
তোমাকেই ভালবাসি সুরভি।
তুমিই মোর ভালবাসার উষ্ণ রবি


তুমি তো অনন্ত প্রেম হয়ে ,
ধরা দিয়েছিলে কবিতার মাঝে।
সেই কবিতা আমার হৃদয়পটে আঁকা।
বার বার সেই কবিতা যায় না লেখা।



তুমি তো সেই কবিতা ,
যে কবিতার শেষ লাইন খুঁজি আমি পথে পথে।
সমুদ্রের তীরে কবিদের ভিরে।
বনু শাকিলের পাখাতে,
ধান ক্ষেতের ধারে ,শকুনীর চোখে।
অসথের বনে ,হিজলের ডালে।
সুরভি খুঁজি আমি তোমারে।


তোমার প্রেমের কবিতা ,
কবিতার অমর সেই বাণী।
ভালবাসার শেষ স্পর্শ ,
আমি বার বার খুঁজি।
এই বাংলার পথে প্রান্তরে।
ঝিলের ধারে বসে থাকা সাদা বকদের ভিরে।
কোকিলের গানে , পাখিটির প্রাণে

বার বার সেই কবিতার কথা ,
জাগিয়ে তুলে বুকের ব্যাথা
কি বলিবো কথা , কি লিখিবো কথা।
কি গাইবো গান, উঠেনা সুরেতে টান।
তোমার কবিতাতেই যেনো সব আটকে আছে


তোমাকে খুঁজি ,
পথের কবিতার মাঝে,
কবিদের ভাবনাকে ঘিরে।
যে ভাবনারা খেলা করে সেই সুখের প্রান্তরে


অসীম সাহসী সেই রাখালের বুক চিরে।
যে কবিতা এই মাঠে স্থান করেছে ,
জায়গা করে নিয়েছে মহাকালের দোয়ারে
আমি তোমাকে খুঁজি সেই কবিতার বুকে
তুমি কি আছো সুখে?



তুমি কোথায় ?
এই যে আমার বাংলায়,
ঘন সেই জঙ্গলে পেঁচা ঘুমপারানি গান গায়
আমি বহুবার তোমাকে খুঁজেছি সেথায়

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 29টি মন্তব্য এসেছে।

almamun1996
২৬-০১-২০১৮ ১১:৩৬ মিঃ

hasan


ধন্যবাদ প্রিয়

hasan9999
২৪-০১-২০১৮ ২২:২৯ মিঃ

সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর ।

almamun1996
২২-০১-২০১৮ ১৬:০৭ মিঃ

কবিতাটি ২১০৫ বার পঠিত হয়েছে

almamun1996
২২-০১-২০১৮ ১৬:০৭ মিঃ

কবিতাটি ২১০৫ বার পঠিত হয়েছে

almamun1996
২২-০১-২০১৮ ১৬:০৭ মিঃ

কবিতাটি ২১০৫ বার পঠিত হয়েছে

almamun1996
২২-০১-২০১৮ ১৬:০৭ মিঃ

কবিতাটি ২১০৫ বার পঠিত হয়েছে

almamun1996
২২-০১-২০১৮ ১৬:০৭ মিঃ

কবিতাটি ২১০৫ বার পঠিত হয়েছে

almamun1996
২২-০১-২০১৮ ১৬:০৬ মিঃ

কবিতাটি ২১০৫ বার পঠিত হয়েছে

almamun1996
২২-০১-২০১৮ ১৬:০৬ মিঃ

কবিতাটি ২১০৫ বার পঠিত হয়েছে

almamun1996
১৮-০১-২০১৮ ১৯:১৫ মিঃ

ধন্যবাদ প্রিয় কবি। সবাইকে ভালোবাসা জানাই।।।

almamun1996
০৫-০১-২০১৮ ০০:৪৩ মিঃ

ভালবাসা থাকুক বেচে

almamun1996
২৯-০৫-২০১৭ ০৭:৪৩ মিঃ

ধন্যবাদ সবাইকে ,,,,এই কবিতাটি দেখার জন্য
পড়ার জন্য

riyad567
০৭-০৪-২০১৭ ০১:৪৪ মিঃ

সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত

riyad567
০৭-০৪-২০১৭ ০১:৪৩ মিঃ

সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।।

almamun1996
০৫-০৪-২০১৭ ২০:২৫ মিঃ

কবিতাটি ১১০৪ বার পঠিত হয়েছে

almamun1996
০৩-০৪-২০১৭ ২৩:২১ মিঃ

তুমি তো সেই কবিতা ,
যে কবিতার শেষ লাইন খুঁজি আমি পথে পথে।
সমুদ্রের তীরে কবিদের ভিরে।
বনু শাকিলের পাখাতে,
ধান ক্ষেতের ধারে ,শকুনীর চোখে।
অসথের বনে ,হিজলের ডালে।
সুরভি খুঁজি আমি তোমারে।

almamun1996
০৩-০৪-২০১৭ ২১:২৩ মিঃ

ধন্যবাদ কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি)
।।ভালবাসা রইল কবির তরে

almamun1996
০৩-০৪-২০১৭ ২১:২২ মিঃ

ধন্যবাদ কবি ফয়জুল মহি।।

M2_mohi
০৩-০৪-২০১৭ ২০:২৭ মিঃ

শ্রদ্ধাপূর্ণ কাহিনীর-চয়ন

roppy
০৩-০৪-২০১৭ ১৭:৩৫ মিঃ

অসাধারন কাব্যমালঞ্চ, পরে লাগলো বেশ,কবিকে জানাই শুভেচ্ছা।

almamun1996
০২-০৪-২০১৭ ২০:১৯ মিঃ

বাহ।।।কি আর বলবো

almamun1996
০২-০৪-২০১৭ ০৮:৫৮ মিঃ

সবার প্রতি রইল অশেষ ভালবাসা ।।।

almamun1996
০১-০৪-২০১৭ ২২:১৯ মিঃ

গুরু জন বলেছে তাই মন্তব্য স্থানে দিলাম


২)উপস্থাপনা করতে গেলে কী কী বিষয় জরুরি?
উঃ
উপস্থাপনা একটি শিল্প। এ শিল্পের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো -১. সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জ্ঞান, ২. ভাষা জ্ঞান, ৩. উচ্চারণ জ্ঞান, ৪. কণ্ঠশীলন, ৫. পরিনিতিবোধ, ৬. দৃষ্টিনন্দন ব্যক্তিত্ব।

almamun1996
০১-০৪-২০১৭ ২২:১৮ মিঃ

আমি একজন ভাল লেখক হতে চাই। তাহলে আমাকে কি করতে হবে?
উত্তরঃভাল লেখক হতে হলে প্রথমে ভাল পাঠক হতে হবে। আর পাঠের ক্ষেত্রে শৃংখলার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে অগ্রজ কারো পরমর্শ নেওয়া যেতে পারে। এবং পরের বিষয়টি হলো চর্চা, অবিরাম চর্চা।

almamun1996
০১-০৪-২০১৭ ২২:১৭ মিঃ

ভালবাসা রইল সবার প্রতি।।।ভাল থাকবেন সবাই

almamun1996
০১-০৪-২০১৭ ২২:১৩ মিঃ

কবিতাটি ১৬৫ বার পঠিত হয়েছে

almamun1996
০১-০৪-২০১৭ ১৯:২৪ মিঃ

এটাই মনে হয় কম সময়ে বেশি পাঠক
দেখে নিল।এই কবিতাতেই একদিনে ১০৭জন
।।
কবিতাটি ১০৭ বার পঠিত হয়েছ

almamun1996
০১-০৪-২০১৭ ১০:২৯ মিঃ

এই বাহুতে বার বার চাই তোমাকে,
জানুক সবাই তোমাকেই ভালবাসি।
তোমাকেই ভালবাসি সুরভি।
তুমিই মোর ভালবাসার উষ্ণ রবি

almamun1996
০১-০৪-২০১৭ ০০:৩৪ মিঃ

তুমি কোথায় ?
এই যে আমার বাংলায়,
ঘন সেই জঙ্গলে পেঁচা ঘুমপারানি গান গায়
আমি বহুবার তোমাকে খুঁজেছি সেথায়