বাঁধন ছিড়েছে ধরণী
- মোঃ আমিনুল এহছান মোল্লা - লাল পদ্ম ২৫-০৪-২০২৪

প্রাণের উচ্ছাসে নেমেছে সন্ধ্যা।বাঁধন ছিড়েছে ধরণী
একাকী পথচলা!
প্রেমের স্পর্শ্ শেষ হয়ে গেলো নশ্বর ভুবনে
স্পন্দনও তো স্থবির হল তারই ডাকে
আচমকা উধাও হল আপনারে ছেড়ে
যেন চির বিদায়, যেন চির ছুটি!
যে বার্তা দেওনি আগে,মুহূর্তেই সেই বার্তা দিলে ।
তোমার চঞ্চলতা কি স্থবির!
সর্বাঙ্গ জুরে সাদা কাফন
একাকী খাটিয়ায় নিথর!
যে বার্তা দেওনি আগে,মুহূর্তেই সেই বার্তা দিলে ।
প্রাণের হয়েছে অবসান, ধরণীর ব্যস্ততা গেছে চুকে
নির্বাক প্রেমিক প্রেমিকা,হারিয়ে রাখে তব বুকে
অদৃশ্য স্পন্দনে,পবিত্র ভালবাসায়
নিষ্ঠুরতম পৃথিবীর চিরন্তন খেলায়..
তুমি বিদায় নিলে, কিছু না বলেই !
ভয় নেই!
আমিও তোমারই সাথী হব কোন অজানায় !
এ প্রাণের সন্ধ্যা কি আলোর স্পর্শ্ পাবে ?
জানি, তুমি ভালবেসেছিলে ধরণীর সব
ভালবেসেছিলে প্রিয় প্রিয়সী,প্রনয়ের ফুল শয্যা
আজ সবই অতীত, প্রেমের মহাকাব্য, কবিতার র্নিযাস;
স্মৃতির পাতা, অমর আলি্ঙ্গনের সাহিত্য
ধরণীর সর্বাঙ্গে তোমার কালজয়ী ইতিহাস
বিরহের বিখ্যাত অনুভব !
প্রেমের স্পর্শ্ শেষ হয়ে গেলো নশ্বর ভুবনে
তবু ভালবাসি তবু নও অবসান
ধরণীর সর্বাংশে তুমি চিরঞ্জিব ,চির মহিয়ান ।
তোমার মৃত্যুতে শোকাহত, বিধি যেন করে দান
চির শান্তির ,চির মুক্তির, আগামীর বাসস্থান ।
প্রাণের উচ্ছাসে নেমেছে সন্ধ্যা।বাঁধন ছিড়েছে ধরণী
একাকী পথচলা!
----------------------
----আমার মামা, বন্ধু- মোঃ রফিকুল ইসলাম মোল্লার স্মরণে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।