পরকাল
- ড. সুজিতকুমার বিশ্বাস - আয়োজন ১৯-০৪-২০২৪

মনের মাঝেতে বিষণ্ণতা
সুখের পালে দিচ্ছে হাওয়া;
অধরায় প্রেমের শূন্যতা
স্বপ্নের রাতে দেখা পাওয়া।

মন আজ কতই উত্তাল
বাঁধা আছি যেন মায়াজালে;
অপেক্ষাতে আছে পরকাল
বসে আছি গাছ মরা ডালে।

মন হয় সময়ে বিবর্ণ
ফেলে দিয়েছি পলাশের রং;
আমার এ স্বপ্ন জরাজীর্ণ
মনে ভাসে কৃষ্ণচূড়ার ঢং।

মন দেশে গভীরের হাত
আগুনের পরশ যে সেথা;
ধরণি বিছায়েছে প্রভাত
এমন এ চেতনাতে সেথা।
-----

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।