জাতির যুবকেরা জেনে গেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা - লাল পদ্ম ২৫-০৪-২০২৪

যুবকেরা তাদের শক্তি জাতিকে দেখাবে বলেছিল
যুবকেরা তাদের শক্তি জাতিকে দেখাবে বলেছিল
সম্মুখ রণে জাতির প্রয়োজনে
যুবকেরা তাদের শক্তি জাতিকে দেখাবে বলেছিল
আঁধার আসলে যেন সূর্যের মতো আলো হয়
বীর দর্পে গগণে উড়া লাল-সবুজ নিশানের মতো
মুক্তি যুদ্ধের বীরত্ত্ব দেখে
অসাম্প্রাদায়িক চেতনা এক মুহূর্তের জন্য পদধূলিত না করে
জাতির বিপদে তাদের প্রেমের তরঙ্গ জেগে উঠবে
যুবকেরা তাদের শক্তি জাতিকে দেখাবে বলেছিল
সমস্ত হৃদয়ের ভাষা লাল ও সবুজের বর্ণনা
সমস্ত প্রেমের আলিঙ্গন মুক্তি যুদ্ধের স্বাধীন বাংলা ।
চির উজ্জল, চির ভাস্কর
জাতির অহঙ্কার
একাত্তেরের মুক্তি যুদ্ধ
আমি স্বপ্ন দেখি, ভঙ্গুর কিনারের যুবকেরা ফিরে আসবে
সূর্যকরোজ্জল সুনীল আকাশে নীচে মুক্ত পাখির মতো
খোঁজে নিবে সাম্যের ঠিকানা ।
জাতির যুবকেরা জেনে গেছে শক্তি তাদের মুক্তির প্রতীক ।
----------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।