চৈতী হাওয়া বদলে গেছে
- আব্দুল্লাহ আল নোমান (বৃত্ত) ২৯-০৩-২০২৪

চৈতী হাওয়া বদলে গেছে-
সে আর আগের মতো নেই,
উত্তরের পানে বয় না সে-
কেবল ডানেই হারায় খেই॥

তবু চৈত্র আছে,
আছে দূর আকাশের নক্ষত্র-
চিত্রা নামেই জ্বলে যে;
কেবল চিত্রাক্ষি বদলে গেছে-
চৈতী হাওয়ার সই যে সে॥

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।