আমার আঙ্গিনায় শ্রাবণ
- খালিদ হাসান (খালেদ রাব্বি) - পরাগ ২৪-০৪-২০২৪

ঝিঁঙ্গে লতা আর কাকড়ল ফুলে
ঝিমিয়ে যাওয়া জীবন,
আধারে আসমান ভাসায়ে দিল
নামিয়ে বর্ষা অধরা শ্রাবণ।
উঠোন জুড়ে নৃত্য তোমার
শ্যামলতা পুরের গাঁয়ে,
ডুব দিয়ে যায় কোলা ব্যাঙ
ডাকে ভাসা ভাঙ্গা নায়ে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।