আমি বট
- খালিদ হাসান (খালেদ রাব্বি) ২৫-০৪-২০২৪

ঠাঁয় দাঁড়িয়ে কত কাল ধরে
শত বাধাঁ পেরিয়ে রোদ বৃষ্টি ঝড়ে,
তবু নত নয় মাথা উঁচিবার তরে
শাখে পাতা ফুটিবে আবার
-ঝরিবে অকাতরে।
ঝরা ফুল লতা ফুটিবে নতুন করে
হলুদ
রাঙ্গিনে রাঙ্গিয়ে যাবে,যাবে মরে
শত উপকথা রয়েছে ডালে আর
-ছালের পরে,
তবে কত যে ছুঁয়েছি জল পেয়েছি
-সূর্যের বল করকরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।